আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া

অবস্থান: চট্টগ্রাম শহরের দক্ষিণ পূর্বে ২৫ কিলোমিটার দূরে পটিয়া পৌরসভায় অবস্থিত।

অবস্থান: চট্টগ্রাম শহরের দক্ষিণ পূর্বে ২৫ কিলোমিটার দূরে পটিয়া পৌরসভায় অবস্থিত।

অবস্থান: চট্টগ্রাম শহরের দক্ষিণ পূর্বে ২৫ কিলোমিটার দূরে পটিয়া পৌরসভায় অবস্থিত।

অবস্থান: চট্টগ্রাম শহরের দক্ষিণ পূর্বে ২৫ কিলোমিটার দূরে পটিয়া পৌরসভায় অবস্থিত।

অবস্থান: চট্টগ্রাম শহরের দক্ষিণ পূর্বে ২৫ কিলোমিটার দূরে পটিয়া পৌরসভায় অবস্থিত।

প্রেক্ষাপট: ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’ দক্ষিণ র্পূব এশিয়ার বিখ্যাত দীনি দরসগোহ, যা প্রতষ্ঠিালগ্ন থেকে কুরআন-সুন্নাহর বিশুদ্ধ তা’লীম-তারবিয়্যত ও ‘আহলুসসুন্নাহ ওয়াল জামাতে’র আকিদা প্রচার-প্রসার এবং ইসলামের সঠিক ইতিহাস-ঐতিহ্য ও মূল্যবোধের সংরক্ষণে নিয়োজিত। পাশাপাশি ইসলাম বিরোধী সব অপশক্তির প্রতিরোধ-প্রতবিাদে সদা সোচ্চার এবং মুসলমি সন্তানদরেকে সৎ, যোগ্য ও একনষ্টি দাঈ রূপে গড়ে তোলার ক্ষেত্রে র্ঈষণীয় ভূমকিা পালন করে আসছে। উল্লখ্যে যে, বিগত ১৭৬৫ সালে দিল্লীর সম্রাট শাহ আলম ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে শোবায়ে বাংলার শাসনভার সোর্পদ করলে বৃটিশ কর্তৃপক্ষ ৮০,০০০ (আশি হাজার) কওমী মাদরাসা বন্ধ করে দেয় এবং সবগুলোর সম্পদ জব্দ করে নেয়। ফলে একদিকে ইসলামী শিক্ষাব্যবস্থায় ধস নাম, অপর দিকে মাদরাসাগুলোর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্মহারা মানবেতর জীবন-যাপনে বাধ্য হন। সর্বত্রে অজ্ঞতা, ফিতনা-ফাসাদ ছড়িয়ে পড়ে এবং ইহুদী-খৃষ্টান চক্র ইসলামের বিরোদ্ধে তৎপর হয়ে উঠে। অবশেষে ১৮৫৭ সালে আযাদী আন্দোলন তথা বৃটিশ বিরোধী আন্দোলনে মুসলমানরা পরাজিত হওয়ার পর নির্ভীক মুজাহিদ মাওলানা কাসমে নানুতভী রহ. ১৮৬৬ সালে ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দ প্রতিষ্ঠা করেন। যা কওমী মাদরাসা শিক্ষা সংস্কারের সর্ব প্রথম রূপ। দারুল উলূম দেওবন্দের আদলে ও এর পরিপূর্ণ চিন্তাধারার আলোকে তদানন্তিন ‘মাদরাসায়ে জমিরিয়া কাসেমুল উলুম’ ও বর্তমান আল-জামিা আল-ইসলামিয়া পটিয়া ১৩৫৮ হিজরী মোতাবেক ১৯৩৮ সালে প্রতিষ্ঠা করনে যুগের ক্ষণজন্মা মনীষী, কুতবে যামান আল্লামা শাহ মুফতী আযীযুল হক রহ.। আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া ভারত উপমহাদেশের অন্যতম শ্রেষ্ট ইসলামী (বেসরকারী) বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। শিক্ষা-দীক্ষায় বহুমুখী কার্যক্রমের পাশাপাশি সমাজ সেবা ও জনকল্যাণমূলক এবং অর্থনৈতিক বিভিন্ন কার্যক্রমে বিশাল অবদান রেখে যাচ্ছে।

আস্‌সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া-বারকাতুহ, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া, বর্তমান বিশ্বের অন্যতম এবং বাংলাদেশের বহুমুখী বৃহত্তম ইসলামী শিক্ষাকেন্দ্র। প্রতিষ্ঠানটি ১৯৩৮ইং সনে প্রতিষ্ঠা লাভ করে। এ যাবত অত্র জামিয়া মুসলিম সমাজে পবিত্র কুরআন-হাদীছের আলো বিস্তার, ইসলামী তাহযীব-তামাদ্দুনের ব্যাপক প্রচার এবং পরিবশকে কুসংস্কারমুক্ত করার সক্রিয় পদক্ষেপ নিয়ে জাতির দিক নির্দেশনার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে। অত্র জামিয়ায় ধর্মীয় শিক্ষাদানের সাথে সাথে ছাত্রবৃন্দকে কর্মঠ করে তোলার উদ্দেশ্যে বিভিন্ন হস্তশিল্প ও কারিগরী বিদ্যার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। - পরিচালকের আহবান