ভর্তি তথ্য


জামিয়া ইসলামিয়া পটিয়ায় ভর্তি হবেন যেভাবে


দক্ষিণ এশিয়ার প্রসিদ্ধ দীনি শিক্ষানিকেতন, ইসলামি আরবী বিশ্ববিদ্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ১৪৪০-১৪৪১হি: শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম ৮ই শাওয়াল বুধবার শুরু হয়ে আগামী ১ সপ্তাহ বুধবার পর্যন্ত চলবে, ইনশা আল্লাহ।

ভর্তি ফরম বিতরণ ও জমা:

  • প্রতিদিন সকাল ৮টা থেকে ১২টা এবং বিকাল ২:৩০ মিনিট থেকে ৪:৩০ মিনিট পর্যন্ত জামিয়ার শিক্ষা বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

ভর্তির সময় যা যা প্রয়োজন:

১৷ ভর্তি ফি: ১৭০০ (এক হাজার সাতশত) টাকা। (নূরানী ও মকতব ব্যাতীত)
২৷ পাসপোর্ট ও স্ট্যাম্প সাইজের ২ কপি রঙিন ছবি।
৩৷ জন্মনিবন্ধনের ফটোকপি।
৪। নূরানী বিভাগের ভর্তি ফি: ১০০০ টাকা
৫। মকতবের ভর্তি ফি: ৮০০ টাকা