সর্দির কারণে নামাজে টিস্যুর ব্যবহার


সমস্যা: কারো সর্দি হলে নামাযের ভেতর বারবার পকেট থেকে টিস্যু নিয়ে নাক পরিষ্কার করলে নামায মাকরুহ হবে কিনা? বিস্তারিত জানিয়ে বাধিত করবেন।

নিবদেক
মুহাম্মদ শহীদ
কলকাতা, ভারত।

শরয়ী সমাধান

কারো সর্দি হলে নামাযের ভেতর বারবার পকেট থেকে টিস্যু নিয়ে নাক পরিষ্কার করলে নামায মাকরুহ হবে না বরং নাক পরিষ্কার না করার ফলে নাকের ময়লা দ্বারা মসজিদ অপরিষ্কার হলে তা মাকরুহ হবে। তবে একান্ত প্রয়োজন না হলে বারবার মোছার দ্বারা নামায মাকরুহ হবে।

শরয়ী প্রমাণাদি

الفتاوي الهندية جـ/١صـ/١٢١ (كتاب الصلاة، باب ما يفسدالصلاة وما يكره فيها، دارالكتب العلمية

ولا يبزق علي حيطان المسجد ولا بين يديه علي الحصي ولا فوق البواري ولا تحتها وكذا المخاط ولكن يأخذ بثوبه