জামিয়া পটিয়ার সকল বিভাগের বন্ধ ঘোষণা



এতদ্বারা জামিয়ার সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় আজ ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সকল কওমি মাদরাসা বন্ধ ঘোষণা করেছে। ‘আল-হাইয়াতুল উলয়া’র উক্ত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ মার্চ পর্যন্ত ‘আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া’র সকল বিভাগ বন্ধ ঘোষণা করা হলো। শিক্ষার্থীরা অবিলম্বে নিজ নিজ ঘরে ফিরে যাবে এবং পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশোনা অব্যাহত রাখবে। আগামী ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা মসজিদ ও বাড়ি-ঘরে তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি ও দু’আয় মশগুল থাকবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার আযাব ও গজব থেকে হেফাজত করুন।